শ্রীনগরে মাদক সন্ত্রাস, বাল্যবিবাহ ও যৌণ হয়রানি বন্ধে উদ্বুদ্ধ করণ সভা

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৮:২০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:০২

শ্রীনগরে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিবাহ ও যৌণ হয়রানি বন্ধে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাঁসাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়। এসময় তিনি মাদকের বিস্তার রোধ,সন্ত্রাস বন্ধ, জঙ্গীবাদ দমন,বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও যৌণ হয়রানি বন্ধে করনীয় বিষয় তুলে ধরেন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস,হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান খাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধা সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এর আগে সকাল ১০টার দিকে শ্রীনগর ইউনিয়ন পরিষদে একই বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত হয়। এসময় ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত