শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে  বি এন পির  বর্ণাঢ্য বিজয় র‌্যালী 

  নজরুল ইসলাম - শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১

মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে জড়ো হয়। এর পর সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র নেত্বত্বে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে শেষ করেন। 

পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের শ্রদ্ধাভরে স্মরন করে বিজয় র‌্যালীতে 

অংশগ্রহণকারী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ , শহিদুল ইসলাম মৃধা ও হাফিজুল ইসলাম খান। 

বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে অংশ গ্রহন করেন,শ্রীনগর উপজেলা বিএনপির   সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সহ-সভাপতি সিরাজ তালুকদার, মানিক মাদবর যুগ্ম সাঃ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, এডঃ রফিকুল আমিন খান,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কাড়াল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, কৃষি সম্পাদক এনায়েত হোসেন, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, ইউনিয়ন বিএনপি নেতা নুর ইসলাম বেপারী, জহিরুল ইসলাম জহির, আঃ মান্নান,আব্দুর রশিদ, আনোয়ার হোসেন হৃদয়, আরিফুল হক মনু কাজী, অহিদুল ইসলাম, স্বাধীন,মানিক, মোহাম্মদ আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

গ্রামনগর/কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত