শ্রীনগরে ভেক্যু দিয়ে কৃষি জমি কেটে প্রবসীর জমি দখলের পায়তারা

  নজরুল ইসলাম, শ্রীনগর

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:১৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬

শ্রীনগর উপজেলার ষোলঘড় মৌজায় অবস্থিত ঢাকার চকে ভেক্যু দিয়ে কৃষি জমি খননের পাশাপাশি ইতালি প্রবাসীর জমি দখলের পায়তারা করায় থানায় অভিযোগ করা হয়েছে। গত ১২ জুন  ভুক্তভোগী পরিবারের পক্ষে প্রবাসী অহিদুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। 

জানা যায়, ৫৩ শতাংশ এই জমিটি ক্রয় সুত্রে মালিক হয়ে অহিদুল ইসলাম প্রায় ১৬ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে যাচ্ছেন। কিন্তু ৯ জুন উত্তর পাশের জমির মালিক কাউকে কিছু না জানিয়ে ক্ষেতর আইল থেকে ১০ হাত ভিতরে দখল নিয়ে বড় বড় পাকা পিলার গেড়ে দেয়। বিষয়টি জানার পর জোরালো প্রতিবাদের মুখে তারা পিলার তুলে নেয়। এর পর শুরু হয় আরেক অত্যাচার। ভেক্যু দিয়ে তাদের কৃষি জমি খনন করে প্রবাসীর জমির ওপর মাটি ফেলার পাশাপাশি মোটা পাইপ লাগিয়ে দেয়। যাতে খননকৃত জায়গায় ড্রেজার দিয়ে বালু ভরাট করলে লোনা পানি প্রবাসীর জমিতে গিয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার বিষয়টি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ  হোসাইনকে জানালে তিনি থানায় অভিযোগ দিতে বলেন । উপায়ন্তর না পেয়ে  অবশেষে অহিদুল ইসলামের বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেন। শ্রীনগর থানার ও সি আব্দুল্লা আল তায়াবীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।  

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত