শ্রীনগরে ভুয়া ডাক্তার গ্রেফতার, ক্লিনিক সিলগালা
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১৩:২০ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪
মুন্সীগঞ্জ শ্রীনগরে ছাড়পত্র বিহীন বেসরকারি একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী এক ডাক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন। শনিবার বিকালে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মঞ্জুরুল আলমের নেতৃত্বে বিশেষ একটি টিম শ্রীনগর উপজেলার আলামিন বাজারে অবস্থিত আপন মেডিকেল এন্ড ডাগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ওই ক্লিনিকের আর এম ও ভুয়া এমবিবিএস ডাক্তার লুৎফর রহমান মিলনকে আটক করে শ্রীনগর থানার পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তোহা মোহাম্মদ শাকিল জানান, ভুয়া ওই চিকিৎসকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত