শ্রীনগরে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন 

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১৩:৫৬ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

গতকাল বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা অক্সিজেন ব্যাংক আয়োজিত বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

এ উপলক্ষ্যে ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গাছের উপকারিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহে আলম। সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংক নির্বাহী মো. জয়নাল আবেদীন, কৃষিব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম এসএমএ খালেল, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, সিজুঁয়ে উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়া, সাবেক শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন, ষোলঘর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারন সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

এসময় বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু কৃষ্ণপদ কর্মকারকে বৃক্ষপ্রেমী মানব হিসেবে অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে সম্মনণা ক্রেস্ট  প্রদান করা হয়।

পরে সিজুঁয়ে হাই স্কুলের ৯ম ও ১০ম শ্রেণীর  ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে ২০০ গাছের চারা ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ের খালি জায়গায় বপন করা হয়। 



 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত