শ্রীনগরে বিশেষ অভিযানে গ্রেফতার-৫

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি:

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ০৯:৫৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গেল সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ২৫ গ্রাম গাজাসহ চুরির মামলার আসামী গ্রেফতার করে থানা পুলিশ। 

মাদকসহ গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার শ্রীনগর ইউনিয়নের ব্রজেরপাড়া(দাসাপাড়া) গ্রামের ননী গোপাল দাসের ছেলে নয়ন দাস (৩০), শ্যামসিদ্ধি ইউনিয়নের পশ্চিম মথুরাপাড়া গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে জসিম শেখ (৩৮), পাটাভোগ ইউনিয়নের পাটাভোগ হড়িবাড়ি গ্রামের আলী আজমের ছেলে আওলাদ হোসেন (২১)। চুরির মামলার আসামীরা হলেন, ভাংগা উপজেলার পূর্ব সদরদী গ্রামের মৃত মকবুল শেখের ছেলে সজীব শেখ (১৯), শ্যামসিদ্ধি ইউনিয়ন মথুরাপাড়া গ্রামের কবির দেওয়ানের ছেলে রিফাত দেওয়ান(১৯)।
 
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল  ইসলাম ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভত্তিতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরে তাদের কে আদালতে প্ররন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত