শ্রীনগরে বিজয় দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি ও পুষ্পস্তবক অর্পণ
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০২:১৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির একটি
অংশ বর্ণাঢ্য বিজয় র্যালি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে।
সোমবার সকাল ১০টায় কলেজ গেট থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর নেত্বত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন । এ সময় আলহাজ্ব মমিন আলী নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশ গ্রহন করেন,উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি রাহাতুল ইসলাম রিপন ভূঁইয়া, জেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ মহিউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মুনসুর আলী মাঝি, কফিল উদ্দিন, আবুল হোসেন তালুকদার, সোহরাব হোসেন, আমির আলী মৃধা, মঞ্জু দেওয়ান, আবু তাহের, লুৎফর রহমান অরুন , আঃ হাই তালুকদার ,ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক মোহাম্মদ আলী, তাজুল ইসলাম মাদবর, এনায়েত হোসেন, বিল্লাল হোসেন, কামরুজ্জামান পলাশ,আব্দুল হক বেপারী , ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম,আলমগীর, রুহুল আমিন,জিয়াউল হক প্যারিস,আবু বক্কর, ইউনিয়ন যুবদলের সাঃ সম্পাদক স্বাধীন,মোয়াজ্জেম মোড়ল, আতাউর, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল ছাত্রদলের হাসিব মোঃ শাহাদাত, মুরাদ খান,নাইম লস্করসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
গ্রামনগরবার্তা/কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত