শ্রীনগরে বিএনপির স্বাধীনতা দিবস পালন
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১২:৫৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫৭
শ্রীনগর উপজেলা বিএনপির র্যালীতে যোগদানের উদ্দ্যশ্যে ইউনিয়ন বিএনপির র্যালীর নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম খান। র্যালীতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্নস্থানে পুলিশি বাধায় শেষ পর্যন্ত স্বাধীনতা দিবসের বিএনপির র্যালী চকবাজারে বন্ধ হয়ে যায়। চকবাজার জামে মসজিদের সামনে পথসভায় নেতৃবৃন্দ পুলিশি বাধার তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম খান, পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ তালুকদার, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ তপন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল হোসেন রনি, সদস্য সচিব ইমদাদুল হক রজিন, জেলা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক ফারুক মৃধা, জেলা যুবদলের সাবেক সদস্য শেখ মজিবর রহমান, আবু জাফর জিয়া, শ্রমিক দলের নেতা মোহাম্মদ উজ্জল শেখ, শাহ আলম অরুন, মোতালেব মোল্লা প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত