শ্রীনগরে ফোন করলেই অক্সিজেন পৌঁছে দিবে ফেমাস জেনারেল হাসপাতাল
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১৩:৪২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬
শ্রীনগরে মহামারি করোনা মোকামেলায় হট লাইনে (০১৭১৭-৮৯৭১২৬) ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে ফেমাস জেনারেল হাসপাতালের কর্মীরা। শনিবার সকালে ফেমাস জেনারেল হাসপাতালে এই অক্সিজেন সেবা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
উপজেলাস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মুহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর।
ফেমাস জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম আমিনের সার্বিক সহযোগিতায় ও এটিও মো. নাসির উদ্দিনের স ালনায় উক্ত কর্মসূচিতে এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত