শ্রীনগরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২
প্রকাশ: ২ মে ২০২১, ০৯:০৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০১
শ্রীনগরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের বেষ্টনীর সাথে ধাক্কা লেগে চালকসহ ২ জন আহত হয়েছে।গত বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এ·প্রেসওয়ের ছনবাড়িতে এই ঘটনা ঘটে। চালক প্লাবণ সরকার ঢোকার মিরপুর এলাকার খোকন সরকারের পুত্র ও আরোহী মেহেদী হাসান নাঈম গোপালগঞ্জের গোপীনাথ পুরের শেখ সাইফুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানায়, দ্রুতগতির সুরমা রংয়ের প্রাইভেটকারটি মহাসড়কের ছনবাড়ি ওভারব্রিজের ২০০ গজ সামনে হঠাৎ নিয়ন্ত্রণ সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এসময় গাড়িটি দুমরে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে।
এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়াগামী প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খায়। এসময় বিকট শব্দ হয়। এই ঘটনায় আহত ২ ব্যক্তিকে ফায়ার সার্ভিস মেডিক্যাল ফাস্ট রেসপন্ডার (এমএফআর) টিম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত