শ্রীনগরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৭ মে ২০২১, ০৮:৩১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫

শ্রীনগরে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।গত বুধবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ থেকে ৫ শতাধিক নারী পুরুষকে এই কর্মসূচির আওতায় নগদ অর্থ দেওয়া হয়। 

ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে এসম উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, ইউপি সচিব হরি নারায়ণ মন্ডল, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, মো. রোমেল, ইয়াসমিন বেগম, মহিউদ্দিন মাদবর প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত