শ্রীনগরে  প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর প্রদান

  মো: নজরুল ইসলাম ,শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২০:৪২ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৫২

: “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে ভূমিহীন ২টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হন শুভ উদ্বোধন অনুষ্ঠানে । 

শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, কৃষি অফিসার শান্তনা রানী, পিআইও অফিসার আশেকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, আটপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান (ফুলচাঁন), শ্রীনগর ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল প্রমুখ। 

এ সময় তৃতীয় পর্যায়-২য় ধাপে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের গৌতম কর্মকার, দেলোয়ার হোসেন ও প্রিয়াংকা দম্পতিকে জমিসহ ২টি ঘর প্রদান করা হয়। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর বুঝিয়ে দেওয়া হলো।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত