শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:২০
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার দামলা গ্রামের হাতেম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় আদালতের মামলাধীন বিরোধপূর্ণ জায়গায় অনুপ্রবেশ করে পার্শ্ববতী রমিজ শেখের নেতৃত্বে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি দল ঘর নির্মাণ শুরু করে। এ সময় বাড়ির মালিক জুলহাস শেখ ও তার স্ত্রী রাজিয়া বেগম বাধা দিতে গেলে রমিজ শেখের লোকজন তাদেরকে পিটিয়া আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জুলহাস শেখের পরিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল তায়েবীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত