শ্রীনগরে পুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য করায় যুবক গ্রেপ্তার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪
পুলিশের ফেসবুক পেজে ঢুকে অশালীন মন্তব্য করায় শ্রীনগরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টার দিকে তাকে দক্ষিন রাঢ়িখাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দক্ষিন রাঢ়িখাল গ্রামের হারুন শেখের পুত্র মিজানুর রানা (২৬) পুলিশের ফেসবুক পেজে ঢুকে পুলিশ প্রধান সম্পর্কে অশালীন মন্তব্য করে। যা উস্কানী মূলক ও উদ্যেশ্য প্রণোদিত। বিষয়টি শ্রীনগর থানা পুলিশের নজরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শ্রীনগর থানার আইসিটি আইনে মামলা রেকর্ড করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত