শ্রীনগরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩ জুলাই ২০২৪, ১৪:৩০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বুধবার সকাল সাড়ে দশ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।
২০২৪ এর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ- ১ আসনের সাংসদ মহিউদ্দিন আহাম্মেদ। আরো বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন , ভাইস চেয়ারম্যান এডভোকেট কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার সুমি, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর, এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক সাংবাদিক রাজনীতিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয় উপস্থিত সকলকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি উপজেলার সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এবং স্মার্ট শ্রীনগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত