শ্রীনগরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা

  নজরুল ইসলাম শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১০:৩৪ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা অনুষ্ষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ফেমাস জেনারেল হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন হাসপাতাল  মিলনায়তনে  এই সংবর্ধনা দেওয়া হয়। 
হাসপাতালের প্রতিষ্ঠাতা হাজী সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম। 

ফেমাস জেনারেল হাসপাতালে স্বত্বাধিকারী  আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার মাইনুল হাসান।

সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন, শ্রীনগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম, শাহানাজ বেগম,  সাধারণ ইউপি সদস্য মোশারফ হোসেন, জাকির হোসেন, সোহাগ মোরল, মাহাবুব, শান্তি রঞ্জন মন্ডল, আব্দুস সালাম,আমীর হোসেন, স্বপন চৌধুরী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত