শ্রীনগরে ডিসি কাজী নাহিদ রসুলের নবযাত্রা উপলক্ষে প্রীতি সম্মিলন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১২:০৪ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৯
শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুলের নবযাত্রা ঊষালগ্নে প্রীতি সম্মিলন হয়েছে। মঙ্গলবার বিকালে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সম্মিলনে বক্তব্য রাখেন ডিসি কাজী নাহিদ রসুল। শ্রীনগর উপজেলা পরিষদের আয়োজনে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনষ্ঠিত প্রীতি সম্মিলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খান, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, পাটাভোগ ইউপি হামিদুল্লাহ্; খান মুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সরকারি শিশু পরিবারের সদস্য উকেনীত্ত মার্মা, উপকারভোগী মো. মোজ্জাফর। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত