শ্রীনগরে ট্রেনের ধাক্কায় যুব আন্দোলন নেতার মৃত্যু
প্রকাশ: ৮ মে ২০২৪, ২১:৫৬ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:১৪
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের সহযোগী সংগঠন যুব আন্দোলনের নেতা মোঃ সিয়াম হোসেন (২৫) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে শ্রীনগর উপজেলা পাটাভোগ ইউনিয়নের বেজগাও রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার আটপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত শেখ শহিদুল ইসলামের ছেলে। সে আটপাড়া ইউনিয়ন যুব আন্দোলন সভাপতি ছিলেন।
নিহতের পরিবারের লোকজন জানায়, সিয়াম শ্রীনগর সদর বাজারে ব্যবসা করতো। মঙ্গলবার সন্ধ্যায় সে দোকান থেকে বাড়িতে ফিরে আসে। রাত ৮ টার দিকে সে বাড়ি থেকে বের হয়। রাত ১১ টার দিকে স্থানীয় লোকজন রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে। আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে পুলিশ ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত