শ্রীনগরে জাতীয় শোক দিবসে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক প্রচারণা

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৯:২২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪১

“ জাতীয় পতাকা আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক প্রচারণা করেছে শ্রীনগর উপজেলা প্রশাসন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর উদ্যোগে শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে হাতে কলমে জাতীয় পতাকার উত্তোলন তুলে ধরা হয়। এই কাজে সহযোগীতা করেছে উপজেলা স্কাউটের সদস্য বৃন্দ। 

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চকবাজার এলাকায় এই বিষয়ে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোখলেছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, বীর মুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন জিকু, ব্যাবসায়ী মোঃ লিটন, মোঃ রতন প্রমুখ। পরে ষোলঘর বাজারে প্রচারণায় অংশ নেন ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, জাতীয় পতাকা আমাদের অহংকার। পতাকার মান সমুন্নত রাখতে আমরা সঠিক ভাবে এর উত্তোলন তুলে ধরার জন্য প্রচারণার আয়োজন করেছি। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত