শ্রীনগরে জাতীয় বীমা দিবস উদযাপন
প্রকাশ: ১ মার্চ ২০২৩, ১৫:৩৭ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৪
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” শ্লোলগানকে সামনে রেখে, শ্রীনগরে জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে দিবসটি উপলক্ষে ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী, সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শ্রীনগর ইউপি (সদর) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোং. লিঃ শ্রীনগর উপজেলা শাখার জিএম মো. নজরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ইনচার্জ উত্তম কুমার দাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বীমার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বনবীথি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত