শ্রীনগরে কোটি টিকা প্রদান উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৩৮
সারা দেশে কোভিড-১৯ এর ১ দিনে ১ কোটি টিকার প্রথম ডোজ প্রদান উপলক্ষে শ্রীনগরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীনগর উপজেলা প্রশাসন ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান সহ ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহযোগীতা করেন।
শনিবার রাত ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্টানের পূর্ব মূহুর্তে মে উঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ক্রীড়া সংগঠক নুরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম,হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান,বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,ষোলঘর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম রুনু,আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই শিকদার প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক ও গান পরিবেশন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত