শ্রীনগরে করোনা নতুন করে শনাক্ত ৯ জন

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ০৯:১৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:০২

শ্রীনগরে একদিনে নতুন করে ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। উপজেলায় করোনায় মোট আক্রান্ত ৪৫৫ জন। সুস্থ হয়েছে ৩৪৫ জন। মারা গেছেন ৪ জন। নতুন করে উপজেলার বালাশুরে পুরুষ ১ জন, উত্তর কোলাপাড়ায় পুরুষ ২ জন, শ্রীনগরে ৩ জন পুরুষ ও ১ জন নারী, সেলামতিতে ১ জন নারী ও আটপাড়ায়  এলাকায় ১ জন নারীর করোনা শনাক্ত হয়েছেন।  

গত মঙ্গলবার বিকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করেন। করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। অপরদিকে উপজেলায় কোভিট-১৯ ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন ১০ হাজার ১১৯ জন। এর মধ্যে ৮ হাজার ৩৮৩ জন নারী-পুরুষকে করোনা টিকা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত