শ্রীনগরে কবরস্থান থেকে ৫ টি মাথার খুলি চুরি

  নজরুল ইসলাম, (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ |  আপডেট  : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের পৃথক ৫ টি কবর থেকে মাথার  খুলি চুরির ঘটনা ঘটেছে।  শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে কবরস্থান পরিস্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরির ঘটনা দেখতে পায়। শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় খুলি চুরির এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত পবিত্র শবেবরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান। এতে আজ সকাল ৯ টার দিকে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এসময় তারা পৃথক ৫ টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে আশপাশের মুসল্লিদেরকে খবর দেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান,ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় সেখানে ৫ টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবর গুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের আঁধারে কবর থেকে খুলি গুলো চুরি করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত