শ্রীনগরে এবার চারীগাও কবরস্হান থেকে  কঙ্কাল চুরি

  নজরুল ইসলাম প্রতিনিধি শ্রীনগর (মুন্সীগঞ্জ) 

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪ |  আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১

মুন্সীগঞ্জের শ্রীনগরে এবার  চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা প্রায় ১২ টি কবর খুঁড়া দেখে জনপ্রতিনিধিদেরকে

 জানান।  খবর পেয়ে  ঘটনা স্থলে পুলিশের একটি টিম আসে। কবর স্থানের ১২ টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। 

শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার  আনিসুর রহমান জানান, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতিসহজে নেক্কার জনক এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। তিনি কবরস্থানের কমিটিকে চারিদিকে প্রাচীর দেওয়ার অনুরোধ করেন। তিনি আরো বলেন,কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো তারা খতিয়ে দেখছে। আর এই চক্রটিকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা। উল্লেখ্য  এর আগে চলতি সপ্তাহে একই উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্হান থেকে দুদফায়  ১১ টি খুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত