শ্রীনগরে ইয়াবা-গাজাসহ মাদক কারবারিসহ গ্রেফতার ২

  নজরুল ইসলাম, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ০৯:১৭ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ২০:১২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবা ও গাজাসহ মাদক কারবারিসহ দুই জনকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে  ২৫পিস ইয়াবা ও ২০গ্রাম গাজাসহ উপজেলার কয়কীত্তন বটতলা থেকে মোঃ ফারুক হাওলাদার(৩৪) নামে একজনকে গ্রেফতার করে। সে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের মোঃ রফিক হাওলাদারের ছেলে। বুধবার সন্ধ্যায় উপজেলার খৈরখোলা গ্রাম থেকে জাহিদুল ইসলাম নামে একজন পরোয়ানা ভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়। সে খৈরখোলা গ্রামের মোঃ  জালাল মিয়ার ছেলে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মাদকসহ একজন ও গত  বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে  জিআর ওয়ারেন্ট ভুক্ত একজকে গ্রেফতার করা হয়।   বৃহস্পতিবার দুপুরে তাদের  আদালতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত