শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:১২
মুন্সীগন্জের শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিরব আহমেদ (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কামারগাও প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটেছে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে মাগঢাল গ্রামের বখাটেরা উত্যক্ত করে। এ সময় নিহত নিরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা প্রতিবাদকারীদের উপর চড়াও হয়। স্থানীয় চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎ এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যাওয়ার সময় বখাটেরা দেখে নেয়ার হুমকি দিয়ে যায় ।
এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার কামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিরব ও তার সহপাঠী কাজী অহিদুলের উপর অতর্কিত হামলা চালায়। অহিদুল দৌড়ে পালিয়ে বাচলেও ঘাতকরা নিরবের বুকে মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এরপর তাকে স্কুলের মাঠ থেকে টেনে হিঁচড়ে পার্শবর্তি খালে ফেলে ঘতকরা বীর দর্পে চলে যায়। পরে স্থানীয়রা নিরবকে মূর্মূর্ষু অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। নিহত নিরব লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী বলে জানা গেছে । সে শ্রীনগর উপজেলার মধ্যকামারগাও গ্রামের দলোয়ার হোসেনের ছেলে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত