শ্রীনগরে আলোকিত সকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:০৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩২

শ্রীনগরে জনপ্রিয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও  ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। সোমবার দুপুরের দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক কোষাধ্যক্ষ এবং আলোকিত সকাল পত্রিকার শ্রীনগর উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সহ-সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েলসহ সাংবাদিক উজ্জ্বল দত্ত, শাহ আলম ইসলাম নিতুল, আমিনুল ইসলাম মাসুম, মো. অমিত খাঁন, মোহাম্মদ নাহিদ হাসান, মীর রাতুল, নাজমুল হাসান খান সুজন, মো. মনির হোসেন, আজিজুল ইসলাম রনি, আসাদুজ্জামান জীবন, মো. রাজু আহমেদ, সাইফুল ইসলাম শিপু প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত