শ্রীনগরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৫০
আজ ১০ সেপ্টেম্বর (শুক্রবার), সকাল ১০ টায়, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা, মোঃ তোফাজ্জ্বল হোসেন; এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মোঃ সেলিম ভূইয়া'র সাথে, স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক, সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল; সদস্য-সচিব, উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মৃধা; সমন্বয়ক (প্রেস, মিডিয়া ও পাবলিক কমিউনিকেশনস), সহকারী অধ্যাপক হামিদুল ইসলাম হামিদ; সমন্বয়ক (সাংগঠনিক), মোঃ শাহাদাত হোসেন আকাশ; সমন্বয়ক (দপ্তর ও প্রচার), মোঃ আল-আমিন হোসেন; সমন্বয়ক (কর্মসূচি ও পরিকল্পনা), রাসেল আহমেদ; সমন্বয়ক (শিক্ষা ও গবেষনা), শামীমা আক্তার সোমা; সেজুয়ে কিন্ডার গার্টেনের অধ্যক্ষ, মোঃ আব্দুল লতিফ মিয়া; ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি, আইয়ুব শেখ; প্রমায়ণের উপদেষ্টা, মোকসেদ মোল্লা; প্রমায়ণের সাবেক সভাপতি, মাযহারুল ইসলাম; প্রমায়ণের সাধারণ সম্পাদক, সামিরা ইসলাম; প্রমায়ণের শিক্ষা ও সেমিনার বিষয়ক উপ-সম্পাদক, জয় সাহা প্রমুখ।
সভায় বক্তারা বিক্রমপুরবাসীর তিন দশকের লালিত স্বপ্ন, জগত বিখ্যাত বিজ্ঞানী, স্যার জগদীশচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এলাকায়, স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সকল ধরনের গনসচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত্য পোষন করেন।
উল্লেখ্য যে, চলতি বছরের জুন মাসে, সংরক্ষিত মহিলা আসন-৩ এর মাননীয় সংসদ সদস্য, শবনম জাহান শিলা, এবং মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, মাহী বি চৌধুরি'র ডি.ও লেটার সহ স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রস্তাবনা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং মাননীয় শিক্ষা মন্ত্রী, ডা. দিপু মনি'র নিকট পেশ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত