শ্রীনগরে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদ এর গনসংযোগ

  নজরুল ইসলাম, শ্রীনগর  

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১৪:৫০ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে উপজেলার কোলাপাড়া বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। 

কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  এম মাহাবুব উল্লাহ্ কিসমতের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন  মুন্সীগঞ্জ -১ আসনের  আওয়ামী লীগের প্রার্থী মো: মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মসিউর রহমান মামুন,সাবেক স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সরোয়ার মামুন,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ,মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান খান নান্নু,কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোপীনাথ দাস,কোলাপাড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন,বীর মুক্তিযুদ্ধা ফকরুল আলম রতন,কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মনছুরুল ইসলাম কুতুব,কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আতাহার হোসেন আতা,শ্রীনগর থানা যুবলীগ সদস্য সাজেদুল আলম ওপেল,কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ সহ- সভাপতি মোঃজাকির হোসেন,কোলাপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লাগ সভাপতি সহিদুল ইসলাম সুমন প্রমুখ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত