শ্রীনগরে অটোচালক ইয়াছিন মীর নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন 

  নজরুল ইসলাম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৫, ১৪:৩০

 মুন্সীগঞ্জের শ্রীনগরে অটো চালক ইয়াছিন মীর (১৯)  নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও হত্যাকারীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শনিবার বিকেল ৫ টায় উপজেলার দয়হাটা নাপিত বাড়ীতে শ্রীনগর ইউনিয়নর সাধারণ জনগণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াছিন মীরকে প্রথমে মারধর পরে বিষ ক্রীয়ায় আক্রান্ত হয়ে ইয়াছিন মারা যায়। 
অটো চালক ইয়াছিন মীর হত্যার সাথে জড়িত সকল আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এ ঘটনায় যাতে কোন নিরপরাধ লোকজন হয়রানী না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ, যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম বাদশা, নিহত ইয়াছিনের বাবা ইউসুফ মীর, চাচা শাহিন,মনির, মিন্টুসহ প্রায় পাচঁ শতাধিক নারী পুরুষ।

প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দয়হাটা নাপিতবাড়ী এলাকায় অটোতে যাত্রী নেয়াকে কেন্দ্র করে মহিলা যাত্রীর পক্ষের লোকজন নিহত ইয়াছিন মীরকে মারধর করে। পরে এঘটনায় স্থানীয়ভাবে শালিস মীমাংসার সিদ্ধান্ত হওয়ার পর ইয়াছিন মীর বিষ প্রয়োগে মারা যায়। পরে এঘটনায় নিহতের বাবা ইউসুফ মীর বাদী হয়ে হৃদয় মোড়ল সহ ৯ জনকে বিবাদী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঐ মামলায় এক নারীসহ তিন জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত