শ্রীনগরে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১০:১৯ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত ৩৫ লক্ষ টাকার ক্ষতি। সোমবার রাত আনুমানিক পনে ৩ টার দিকে উপজেলার বারৈখালি বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভম্মীভূত হয়ে যায়। এতে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছে। এদিকে অগ্নিকান্ডের সময় ঘটনাস্থলে দেরিতে পৌছানোর কারনে ফায়ার সার্ভিসের গাড়ি উত্তেজিত জনতার রোষানলে পরেন। ফায়ারসার্ভিসের সদস্যদের আসার পূর্বে আগুন নেভানো হয়ে গেলে দেরিতে পৌছানোর কারনে জনতা ক্ষিপ্ত হয়ে পরেন। পেরে বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে ফায়ারসার্ভিস সদস্যদের ফেরত আসতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক পনে ৩টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। এতে তাওহিদা কসমেটিকস, নাইম কসমেটিকস, নেট কানেক্ট, আনাস স্টুডিও, কাওছার স্টোর নামে দোকান পুরে ছাই হয়ে যায় । স্থানীয় জনগণ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক শামিম হোসেন বিপব বলেন, যারা ক্ষতি গ্রস্থ হয়েছেন তাদেকে সরকারি ভাবে ক্ষতি পূরণের জর দাবি জানায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, রাত ৩টা ২২মিনিটে আমার অগ্নিকান্ডের কল পাই। ঘটনাস্থল কাছাকাছি ছিলো। আমরা পৌছাই ৩টা ৩৪মিনিটে। তবে বাজারে জড়ো হওয়া প্রচুর সংখ্যক উত্তেজিত জনতার কারনো আগুন নেভানোর কাজ করা যায়নি। তারা ফায়ার সার্ভিসের গাড়িতে ঢিল ছুড়ে। গাড়ির একপাশের কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি বেসামাল দেখে উপস্থিত পুলিশ সদস্যদের পরামর্শে ফিরে আসতে হয়েছে। আগুন নেভানোর কাজে অংশ নেওয়া যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত