শ্রীনগরের ষোলঘরে সরকারি জায়গায় পাকা স্থাপনা

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১২ জুন ২০২১, ০৮:৩৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫

শ্রীনগর উপজেলার ষোলঘরে সরকারি খালের জায়গা দখল করে পাকা স্থাপনা করা হচ্ছে। ষোলঘর বাজার সড়কের ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল সংলগ্ন সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠে বিএনপি নেতা কাজী শামীম ইমাম সাচ্চু ও জাকির হোসেনের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে, ষোলঘর এলাকার গুরুত্বপূর্ণ ওই খালটির সরকারি জায়গায় পাকা দোকান ঘর নির্মাণের কাজ চলছে। পাকা সড়কের জায়গা ও খালের অংশ দখল করে পাকা ভবনটি নির্মাণ করা হচ্ছে।

এসময় কাজী শামীম ইমাম সাচ্চুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, আমি খরিদ সূত্রে মালিক। তাই দোকান ঘর নির্মাণ করছি। আমার এই টুকুই আপনাদের চোখে পড়লো?

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ জানান, আগামীকাল সকালে সরেজমিনে জায়গা পরিমাপ করা হবে। সরকারি খালের জায়গায় পাকা স্থাপনা হয়ে থাকে তাহলে ভেঙে দেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত