শ্রীনগরের রাঢ়িখালে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১০:০৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫৯
শ্রীনগরের রাঢ়িখালে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বৌ বাজার এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ তার সমর্থকদের নিয়ে উঠান বৈঠক শেষে বাড়িতে ফেরার ফিরছিলেন। তারা বৌ বাজার এলাকায় আসলে নৌকা প্রতিকের প্রার্থী আঃ বারেক খান বারীর উপস্থিতিতে তার সমর্থকরা হারুন অর রশিদ সহ তার লোকজনের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, পাল্টা পাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত