শ্রীনগরের বিশিষ্ট সমাজসেবক  ও শিক্ষানুরাগী আকুল উদ্দিন আর নেই 

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ২১:২১ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো.আকুল উদ্দিন আহমদ (৮০) আজ মঙ্গলবার  চিকিৎসারত অবস্থায় ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ... রাজিউন)। 

ষোলঘর মিয়া বাড়ির সন্তান আকুল উদ্দীন আহমদ দীর্ঘদিন ঔষধ ব্যবসা ও পরে অন্যান্য ব্যবসার সাথে জড়িত থেকে এলাকায় জনসেবামূলক কাজে সর্বদা ভূমিকা রেখেছেন। তিনি ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, দাতা সদস্য, প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির সহ সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ছিলেন। 

তিনি স্ত্রী, চার পুত্র ও অগনিত আত্বীয় স্বজন, সুহৃদ,গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা লালমাটিয়ার মিনার মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত  হয়। আগামীকাল বুধবার বাদ আছর ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় নামাজে জানাজা শেষে  জুরাইন কবর স্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

আকুল উদ্দিন আহমদ এর মৃত্যুতে বিক্রমপুর ফাউন্ডেশন ও  ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি গভীর শোক সমবেদনা জানিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত