শ্রীনগরের কুকুটিয়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
প্রকাশ: ৫ মে ২০২১, ০৯:২৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪
শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদে উক্ত বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু’র পরিচালনায় অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও উন্নয়ন অফিসার (ট্যাগ অফিসার) আবদুল বাকী, ইউপি সচিব মো. ইদ্রিস আলী শেখসহ ইউপি সদস্য বৃন্দ।
জানা যায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (কোভিট-১৯/২০২১) করোনা মোকাবেলায় ৫০০ জনকে নগদ ৫০০ টাকা ও ঈদুল ফিতর উপলক্ষে (ভিজিএফ) ৪৬১ জনকে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ৯৬১ জন অসহায় নারী পুরুষকে সহযোগিতা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত