শ্রমিক মালিক
প্রকাশ: ২ মে ২০২১, ১৯:২৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৪০
গাধার পিঠে এলো শ্রমিক
পাইনি শ্রমের মূল্য,
মালিক বললো কাজটা কেন
হয়নি আগের সমতুল্য?
নুন দিয়েছি চুন দিয়েছি
কী দেননি বলো,
মনে তোমার রং নেই
তাই করেছো কালো।
সাদা মনে কাদা আমার
নেইকো কোথাও বাবু,
কাজটা আমি করি নাই
করেছে আমার রাবু।
নিত্যদিন দেখি এমন
হাজার হাজার ঘটনা,
কে যে দুষী বুঝি নাকো
শ্রমিক মালিকের রটনা।
দুপচাঁচিয়া,বগুড়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত