শ্রমিক আন্দোলনে স্থবির চন্দ্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৫৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২০

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাজীপুরের চন্দ্রা। এতে ঢাকা-টাঙ্গাইল, চন্দ্রা-জয়দেবপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়েছে, তবে বিকল্প পথে যানবাহন চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বার বার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয় পাশ অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার ড. আ ক ম আক্তারুজ্জামান বলেন, বিকেল ৪টা পর্যন্তও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে যাচ্ছেন। এখন চন্দ্রার আশপাশে ৩-৪ কিলোমিটার এলাকায় যানজটের মধ্যে আছে। 

তিনি আরও বলেন, সকালে যখন মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে তখন দীর্ঘ যানজটের তৈরি হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় প্রবেশ ও বের করাতে চরপাড়া থেকে কালামপুর, কালিয়াকৈর থেকে ধামরাইয়ের ঢুলিভিটা ও মাওনা-ফুলবাড়িয়া সড়কে ডাইভারসন চালু করে দিয়েছি। এতে যানজট ধীরে ধীরে কমে এসেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত