শোক দিবস উপলক্ষে আদমদীঘিতে মৎস্যজীবি লীগের সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২০:১০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২৩:০৮
বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্যজীবি লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা সদরের বাসষ্ট্যান্ড চত্বরে দলীয় কার্যালয়ে উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক কুতুব আলম রুপকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
সভায় অন্যান্যদের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক রাসেল আহম্মেদ কনক, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদস্য সচিব কামরুজামান মানিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আদমদীঘি উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায় আব্দুল হান্নান, ছাত্র নেতা জাফরান হোসেন রিফাদ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত