শোকাবহ আগস্টে শিল্পকলায় মাসব্যাপী অনুষ্ঠান
প্রকাশ: ৪ আগস্ট ২০২৪, ১১:৩৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০১
জাতীয় শোক দিবস ২০২৪ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘শোকাবহ আগস্ট’ শীর্ষক মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
এই অনুষ্ঠানমালার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে (লিফট-১) বঙ্গবন্ধুকে নিয়ে সৃজিত ২১০টি শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী (১ আগস্ট থেকে ৩১ আগস্ট) প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। এছাড়াও বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, শিল্প সমালোচক মঈনউদ্দিন খালেদ, চারুশিল্পী কামাল পাশা চৌধুরী।
একাডেমির সচিব বলেন, “শোকাবহ আগস্ট মাস জুড়ে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা জাতির পিতাকে স্মরণ করবো। বঙ্গবন্ধুর আদর্শে জাতিকে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন”।
সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলো অপপ্রচার। এই অপপ্রচার দেখে কেউ বিশ্বাস করেছে, অনেকে দ্বিধাগ্রস্ত হয়েছিলো। শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও এই একই অপপ্রচার এখনও চলছে। কোন অপশক্তির ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ার এই অপপ্রচার। তাই এই অপপ্রচার গুজবের বিরুদ্ধে ১৫ আগস্টে আমরা আর্ট ক্যাম্প করবো, ‘আর্ট এগেইনেস্ট ফেইক নিউজ’ নামে।
সাম্প্রতিক সময়ে সহিংসতায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা স্থাপনায় হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি সহিংসতায় নিহতদের বিচারের দাবি জানান। এসময় তিনি আরো বলেন, “আমার শক্তি আমার ভাষা আন্দোলন, আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু। সেই শক্তি বিনষ্ট করতে চায় একটি গোষ্ঠী। যার বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।”
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত