শেষ হলো চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

  প্রেস রিলিজ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২

পুণ্ড্রনগর সম্মাননা আর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্যদিয়ে শেষ হলো ৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি বগুড়ায় গত ১৫ তারিখ আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ণিল এ উৎসব। দেশ বিদেশের চলচ্চিত্র আর চলচ্চিত্রকর্মীদের এক মিলনমেলায় পরিনত হয়  উৎসব। ছোটবড় সব দর্শকের জন্য নতুন এক মাত্রা যুক্ত হয় বগুড়ায়। সকাল থেকে রাত পর্যন্ত চলচ্চিত্রপ্রেমিরা ভীর জমায় উৎসব অঙ্গনে।   উৎসব পরিচালক সুপিন বর্মনের শুভেচ্ছা বক্তব্যে শুরু হয় সমাপণী অনুষ্ঠান।  তিনি বলেন গত বছরের চেয়ে এইবারের আয়োজন ব্যতিক্রম এবং বর্নিল। ভারত, নেপাল, ইতালি আর বাংলাদেশের ৩০জন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রকর্মীদের উপস্থিতি আমাদের উৎসবকে আরো বেশি সমৃদ্ধ করেছে। উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ও পুণ্ড্রনগর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের মাননীয় সাংসদ রাগেবুল আহসান রিপু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, বাচিক শিল্পী সুলতানা পারভীন শ্রাবণী, জুরি সদস্য কেপি পাঠক ( নেপাল),  ধার্মেন্দার ডাঙ্গী ( ভারত), আশরাফ শিশির ( বাংলাদেশ) , ড. আবীদ ( ভারত)  সাদিয়া খালিদ রীতি ( বাংলাদেশ), প্রফেসর মোহাম্মদ ফরিয়াদ(ভারত) ফেস্টিভ্যাল ওয়ার্কশপ ট্রেইনার অরুণ দেও জোসি (নেপাল), ফেস্টিভ্যাল কিউরেটর শান্তনু গাংগুলি ( ভারত) , অঙ্কিত বাগচী ( ভারত) , ফেস্টিভ্যাল মাস্টার ক্লাস ট্রেইনার খন্দকার সুমন ( বাংলাদেশ)। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রথমবারের মতো পুণ্ড্রনগর সম্মাননা প্রদান করা হয় কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং নাট্যকার, নির্দেশক ও সংগঠক তৌফিক হাসান ময়নাকে। সেই সাথে দেয়া হয় শ্রেষ্ঠ চারটি চলচ্চিত্রের পুরস্কার। ন্যাশনাল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় শায়লা রহমান তিথির " জয় বাংলা ", ইন্টান্যাশনাল শর্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র মিশরের মারওয়া এইয়ের " ডেয়ার ওয়াড", ডকুমেন্টারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয় ভারতের রাকেশ আন্দানিয়ার চলচ্চিত্র " সেভিং দা হিমালয়ান ইয়াক এবং পূর্ণদৈর্ঘ্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয় ভারত থেকে শিভারুদ্ধ কের চলচ্চিত্র " সিগন্যালম্যান ১৯৭১"। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার সকল আমন্ত্রিত অতিথিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পুরস্কার প্রদানের পর উপস্থিত সকল নির্মাতার হাতে দেয়া হয় উৎসব স্মারক ও উত্তরীয়। উচ্ছ্বসিত দর্শক রাত নটা পর্যন্ত  উপভোগ করেন শেষদিনের নির্ধারিত চলচ্চিত্র। একই সাথে উৎসবের ২য় ভেন্যু পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রদর্শিত ৮টি চলচ্চিত্র।  করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায়  গত ৪ বছর যাবত পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। এইবারের উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলো। উৎসবের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে প্রদর্শন করা হয় উৎসবে পুরস্কার প্রাপ্ত ৪টি চলচ্চিত্র এবং সুপিন বর্মন নির্মিত চলচ্চিত্র সুখের সংসার ও আ লেটার অব পোস্টমাস্টার।  

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত