শেষ পর্যন্ত স্থগিত হলো পাকিস্তান-আফগানিস্তান সিরিজ
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১২:০৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ। পরবর্তী সূচি অনুযায়ী ২০২২ সালে সিরিজটি খেলবে দুই দল। ভ্রমণজনিত জটিলতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুই বোর্ড আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়।
সোমবার (২৩ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইটে জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী আগামী বছর সিরিজটি আয়োজন করা হবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি সিরিজ স্থগিতের বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।
সিরিজ স্থগিত হওয়ার আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তারা সিরিজটি শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে সরিয়ে আনার চেষ্টা করছে। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক টুইটবার্তায় বলা হয়, ‘খেলোয়াড়দের মানসিক অবস্থা স্থিতিশীল না হওয়া, যাতায়াত ব্যবস্থা এবং পর্যাপ্ত সম্প্রচার ব্যবস্থা করতে না পারায় এসিবি চেয়েছে সিরিজটি স্থগিত করতে। দুই বোর্ডই ২০২২ সালে সিরিজটি খেলার বিষয়ে চেষ্টা করবে।’
আইসিসি সুপার লিগের এ সিরিজ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং বিশ্বকাপ আয়োজিত হওয়ার কারণে সিরিজটি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত