শেষ দিনে করোনার টিকা নিলেন শাকিব খান
প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ২০:১৪ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১০
করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিন ছিল আজ। সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ এপ্রিল ছিল করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিন। পরে এই প্রথম ডোজ আবার কবে দেওয়া হবে, সে ব্যাপারে স্পষ্টভাবে এখনো কিছু বলা হয়নি। শেষ দিনে এসে করোনার টিকার প্রথম ডোজ নিলেন চলচ্চিত্র তারকা শাকিব খান।
আজ সোমবার দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি। শাকিব খানের করোনার টিকা গ্রহণের খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক মিজানুর রহমান । তিনি বলেন, শাকিব খান ৩০ মিনিটের মতো হাসপাতালে ছিলেন। ভ্যাকসিন দেওয়ার পর তাঁকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। এরপর হাসিমুখে বাড়িতে ফিরেছেন তিনি। যাওয়ার আগে জানিয়েছেন, কোনো সমস্যা অনুভব করছেন না। জুনের প্রথম সপ্তাহে তাঁকে দ্বিতীয় ডোজ নিতে হবে।
করোনার টিকা নেওয়ার বিষয়ে কথা হয় শাকিব খানের সঙ্গেও। তিনি জানান, শুটিং ও অন্যান্য কাজের ব্যস্ততায় এত দিন টিকা নেওয়া সম্ভব হয়নি। ‘অন্তরাত্মা’ ছবির শুটিং শেষে গতকাল রোববার টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর নাম নিবন্ধন করেন। টিকা নিতে আজ সকালে পাবনা থেকে ঢাকায় আসেন এই তারকা। টিকা নিতে এসে চমৎকার পরিবেশ মুগ্ধ করেছে তাঁকে। তিনি বলেন, ‘টিকা নেওয়া এত সহজ হবে, ভাবতেও পারিনি। হাসপাতালের সবাই বেশ আন্তরিকভাবে টিকা দিয়েছেন। বলা যেতে পারে, সুন্দর পরিবেশে শান্তিমতো করোনার টিকার প্রথম ডোজ নিয়েছি।’ দেশের সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শাকিব খান বলেন, ‘টিকায় ভয়ের কিছু নেই, চিন্তারও কোনো কারণ নেই। নিজেরা করোনার টিকা নিন এবং আশপাশের সবাইকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করুন।’
পাবনায় মাস খানেক ধরে ‘অন্তরাত্মা’ নামে একটি ছবির শুটিং করেছেন ঢালিউড তারকা শাকিব খান। ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ভারতের কলকাতার অভিনয়শিল্পী দর্শনা বণিক। ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, শাহেদ শরীফ খান, মারুফ প্রমুখ।
এদিকে শাকিব খানের হাতে রয়েছে নাট্যনির্মাতা তপু খানের ছবি ‘লিডার; আমিই বাংলাদেশ’। এ ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক হবে তপু খানের। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত