শেষ ওভারে তাণ্ডব ব্রুকের, সিরিজে ফিরলো ইংল্যান্ড
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৭
পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুটিতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সফরকারী ইংল্যান্ডের। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল তাদের জন্য বাঁচামরার লড়াই। সেই ম্যাচেই এমন থ্রিলার!
সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের ২২২ রানের পাহাড় টপকে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। শেষ ওভারে এক বল বাকি থাকতে ম্যাচটি তারা জিতেছে ৭ উইকেট হাতে রেখে।
শেষ ওভারে ইংলিশদের দরকার ছিল ২১ রান। আন্দ্রে রাসেলের ওই ওভারে রীতিমত তাণ্ডব চালান ব্রুক। ওভারে তার রান-৪, ৬, ৬, ২, ৬!
৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ব্রুক। বড় রান তাড়ায় আসল কাজটা অবশ্য করেছেন ফিল সল্ট। ৫১ বলে সেঞ্চুরি হাঁকান এই ওপেনার। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি, যে ইনিংসে ৪টি চারের সঙ্গে ছিল ৯টি ছক্কার মার!
এছাড়া অধিনায়ক জস বাটলার ৩৪ বলে ৫১ আর লিয়াম লিভিংস্টোন খেলেন ১৮ বলে ৩০ রানের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান ৪৫ বলে ৬টি করে চার-ছক্কায় করেন ৮২। অধিনায়ক রভম্যান পাওয়েল ২১ বলে ৩৯ আর শেরফান রাদারফোর্ড ১৭ বলে করেন ২৯ রান।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত