শেরপুর থানা হাইওয়ে পুলিশের দুর্নীতির প্রতিবাদে অটোরিক্সা চালকদের বিক্ষোভ

  সজিবুল আলম সজিব

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১১:০১ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬

বগুড়ার শাজাহানপুরে শেরপুর থানা হাইওয়ে পুলিশের দুর্নীতি ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিক্সা চালকরা। বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া স্ট্যান্ডে বিক্ষোভ করে তারা। বিক্ষুব্ধ অবস্থায় অটোরিক্সা চালকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, আজ দুপুরের দিকে মাঝিড়া স্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিক্সা আটকের অভিযানে নামে শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল। এ সময় চালকরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে হাইওয়ে পুলিশ অভিযান বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। চালকরা উত্তেজিত হয়ে এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে থানা পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

অটোরিক্সা চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ মাসোয়ারা টাকা নিয়ে অনেক অটোরিক্সা মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করতে দেয়। আর যে সব চালকরা তাদেরকে মাসোয়ারা দেয় না, সে সব অটোরিক্সা আটক করে টাকা নিয়ে কিংবা দর কষাকষি না হলে মামলা দিয়ে হয়রানি করে। এমনকি অটোরিক্সা আটকের পর তাদের দাবিকৃত টাকা না দিলে চালককে বেদম মারপিট ও গাড়ীর ব্যাপক ক্ষতিসাধন করা হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাইওয়ে পুলিশ। তারা বলছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

অটোরিক্সা চালক হেলাল প্রামাণিক বলেন, গতকাল দুপুরে দিকে গাড়ি নিয়ে মাঝিড়া স্ট্যান্ডে আসি। এ সময় হাইওয়ে পুলিশ আমার গাড়ি আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি তাদেরকে মাসোয়ারা দিই না। এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে দু’এক কথা হতেই আমাকে বেদম মারপিট করে। অথচ মহাসড়কে আমার চোখের সামনে অনেক অটোরিক্সা চলছে সেগুলো আটক করছে না। কারণ মাসোয়ারা দিয়ে চলছে ওগুলো। অটোরিক্সা চালক বাবু, সোহেল রানাসহ আরো অনেকে জানান, হাইওয়ে পুলিশকে মাসোয়ারা দিলেই আর কোনো সমস্যা হয় না। মাসোয়ারা না দিলেই গাড়ি আটক করে মামলা, টাকা আদায়, মারপিট ও গাড়ির ক্ষতিসাধন করে। মাসোয়ারার টাকা ও গাড়ির মহাজনদের টাকা দেওয়ার পর তাদের সংসার চালানোর মত আর কোন টাকা থাকে না। অটোরিক্সা আব্দুল হালিম জানান, মহাসড়কে অটোরিক্সা চলাচল নিষেধ আমরা সবাই জানি। আইন সবার ক্ষেত্রে সমান। মাসোয়ারা দিয়ে মহাসড়কে কেউ কেউ চলাচল করবে, আর যারা মাসোয়ারা দিতে পারবে না, তারা মহাসড়কে চলাচল করবে না এমন হতে পারে না। চললে সবার টা চলবে । না চললে কোনটা চলবে না। আমাদের এটাই দাবি।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, একটা অটোরিক্সা চালক প্রমাণ দিতে পারবে না হাইওয়ে পুলিশকে টাকা দেছে। আমরা মহাসড়কে যেসব অবৈধ যান পাচ্ছি সব গুলো আটক করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত