শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:১৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০৫

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

সোমবার এক অভিনন্দন বার্তায় সিসি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে জয়ী হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে আপনার জয়লাভ আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে।

সিসি বলেন, মিশর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি নিশ্চিত যে আমাদের পারস্পরিক সহযোগিতায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুননির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান মিশরের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল এবং অব্যাহত সাফল্যর প্রশংসা করেন সিসি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত