শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০০
পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই।
তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে। আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো সংস্কারসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমি আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের ওপর নির্ভর করতে পারি।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত