শেখ রাসেল দিবসে লৌহজংয়ে রিকের আলোচনা সভা-মিলাদ মাহফিল
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৮:২৮ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল নামে "শেখ রাসেল দিবস পালন" করা হয়েছে। এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার হলদিয়া বাজারে অবস্থিত রিকের কার্যালয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) হলদিয়া শাখার ব্যবস্থাপক মো. মাহিদুল ইসলামের সভাপতিত্বে ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রবীন কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার আবু হানিফের সঞ্চালণায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক মো. মানিক মিয়া, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের হিসাব রক্ষক শহিদুল ইসলাম, মো. আবুল হোসেন মৃধা, জুয়েল শেখ, আমজাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মাদ্রাসার ছাত্র ও অতিথিদের তোবারক প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত