শেখ রাসেল দিবসে আদমদীঘিতে কিশোর কিশোরীদের নিয়ে জনতা ব্যাংকের মিলন মেলা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৮:৪৪ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৭:০৬

বগুড়ার আদমদীঘি জনতা ব্যাংক লিমিটেড আদমদীঘি শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে স্কুল ব্যাংকিং এ কিশোর কিশোরীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জনতা ব্যাংক লিঃ আদমদীঘি শাখা কার্যালয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ লক্ষে এক আলোচনা সভা জনতা ব্যাংক লিঃ আদমদীঘি শাখার শাখা ব্যবস্থাপক তাপস কুমার রায় এর সভাপতিতত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ বগুড়া এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক হারুনার রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে ভিন্ন ধরনের এ আয়োজন করায় শিক্ষার্থী, অভিভাবকরা স্বাগত জানান ব্যাংক কর্তৃপক্ষকে। এ দিবসকে ঘিরে জনতা ব্যাংক লিঃ আদমদীঘি শাখায় মোট ৩৩ জন শিক্ষার্থীদের ব্যাংকিং হিসাব খোলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত