শেখ রাসেলের জন্মদিনে মেহেরপুর জেলা আওয়ামীলীগের পুষ্পমাল্য অর্পণ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:১৩ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৪
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটার আয়োজন করা হয়। সোমবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটা হয়।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন উপস্থিত থেকে কেক কাটেন। এর আগে সেখানে পুষ্প মালা অর্পণ করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা শেখ কামাল, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত