শেখ জামাল-ব্রাদার্সকে জরিমানা!
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১১:১৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬
২১ আগস্ট প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ড্র করা ম্যাচে মেজাজ হারিয়ে মারামারিতে জড়িয়ে যান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা। মাঠের উত্তাপ গ্যালারিতেও ছড়িয়ে যায়। উভয় দলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে যান।
এমন গুরুতর অপরাধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করেছে। আর শেখ জামালের দুই ফুটবলার শাকিল আহমেদ ও ফয়সাল আহমেদকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে শাকিল ও ফয়সাল না খেলায় শাস্তি কার্যকর হয়ে গেছে ঘোষণার আগেই। সহকারী কোচ হাসান আল মামুনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা ও এক ফুটবলারকে এক ম্যাচে বিরতি ও দুই বলবয় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছে।
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শাস্তি পেয়েছে। শেখ জামালকে হারানোর পর তারা চ্যাম্পিয়ন উৎসব করে মাঠে। ভেজা মাঠে কিছুক্ষণ পর আরেকটি ম্যাচ ছিল। ম্যাচ কমিশনারের নিষেধ উপেক্ষা করে কিংস শিরোপা-উৎসব করায় এক লাখ টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি।
এছাড়া রহমতগঞ্জে দুই ম্যাচের দুই ঘটনায় ২২ হাজার টাকা, চট্টগ্রাম আবাহনীকে ১০ হাজার টাকার পাশাপাশি বন্দরনগরীর দল ও রহমতগঞ্জের বলবয়কে চার ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত